নামার গ্রহে গোলকনাথ বাবু
আ আ ম রওনক শাহরিয়ার রুহান
এক
২০৮৩ সাল
কলকাতা
পৃথিবী এখন প্রযুক্তিতে অনেক এগিয়ে গিয়েছে। এখন কলকাতার রাস্তায় আর গাড়ী চলে না। এর জায়গা দখল করে নিয়েছে ইলেক্ট্রো ম্যাগনেট ফ্লায়ার (E.M.F)। কিন্তু এত উন্নতি সত্বেও মহাবিশ্বের টাইম ট্রাভেল এর রহস্য তখন ও ভেদ করা যায় নি। কিন্তু এক অদ্ভুত নামের প্রথম বারের মতো তৈরি করল অতীতে যাবার মেশিন। টাইম মেশিন! টাইম মেশিনটা বেশ ছোট। যন্ত্রটির নাম আবিষ্কারক দিয়েছিল আর্কার। ২১ শতকের কোন বিজ্ঞানীই বিশ্বাস করে নি যে এই তুচ্ছ জিনিসটা টাইম মেশিন হতে পারে। আবিষ্কারকের দাবি তিনি ৮৪ বছর আগেকার মানুষ। এ শুনে কেউ তার মজা বানাল, কেউ তাকে রাস্তার পাগল বলে উড়িয়ে দিল। লোকটার নাম গোলকনাথ বাবু। এমন নাম শুনে আমিও হেসে উঠেছিলাম বৈকি। তিনি মাঝে মাঝে এমন সব গান গাইতেন, এমন অদ্ভুত ছবি আকতেন, গল্প লিখতেন যা দেখলে তাকে মানুষ বলেই মনে হত না। যেন অন্য গ্রহের কেউ।
কিন্তু না! তিনি ঠিক প্রথম চেষ্টায় ৮৪ বছর পিছে চলে যান। আর ফিরে আসেন নি এই ৮৪ বছর আগেকার পৃথিবীতে। এই কারণেই হয়তো বা আরো হাজার বছর কেটে যাবে কিন্তু মানুষ টাইম ট্রাভেল করতে পারবে না। প্রকৃতির সবচেয়ে গূঢ় রহস্য হয় তাই অভেদ্য থেকে যাবে।
৮৪ বছর আগে ফিরে গোলকনাথ বাবু কাশ্মীর গেলেন। সেখানে তার এক ছোট ছেলে আছে তাকে নাকি বলতে হবে ৮৪ বছর আগের এক রহস্য যা তার জীবন বদলে দিয়েছিল। আর হ্যাঁ তার পুরনো বন্ধু অশোককেও বলতে হবে কি হয়েছিল সেই রাতে।
এই সব ভেবে গোলকনাথ বাবু বিকেলের বৃষ্টির দিকে একদৃষ্টে তাকিয়ে স্মৃতি হাতড়াতে থাকেন, ৮৪ বছর আগের স্মৃতি!
দুই
১৯৯৯ সাল
কলকাতা
গোলকনাথ বাবু আইনের ছাত্র ছিলেন। আইন পড়াশোনা চালানোর পাশাপাশি কিছুদিন সাংবাদিকতাও করেছেন। তার আইন ব্যবসায় মন্দা পরায় জীবিকা হিসাবে সাংবাদিকতাকেই বেছে নিলেন। এখন তিনি দেশের প্রথম সারির ও কয়েকটা প্রসিদ্ধ পত্রিকার সাংবাদিক। আইন পড়ার কারনে রাত মাঝে একটা বাস্তবিকতা আর যৌক্তিকতা কাজ করত। আর মনে ছিল রহস্য উদঘাটন করার প্রবল ইচ্ছে। কিছুটা নেশার মতো। তাই দেশ বিদেশে বিভিন্ন রহস্যময় ও জটিল সংবাদ জোগাড় করা আর সে সমন্ধে পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখাই ছিল তার কাজ। হুট করেই চলে যেতেন শিমলায়, বরফ দেখতেন, সেখানকার মানুষের সাথে কথা বলতেন। আবার মাঝে মাঝে কাওকে না বলেই ১০-১৫ দিন গায়েব হয়ে যেতেন কোনকিছুর অনুসন্ধানে। এসব কারনে তিনি বিচ্ছিন্ন হয়ে পড়লেন তার পরিবার থেকে। তার বড় ছেলে আর মেয়েরা তাকে পরিষ্কার করে শুনিয়ে দিয়েছে, “এরকম কাজ করাটা মোটেই আমাদের ভালো লাগছে না বাবা। তাছাড়াও তোমার বয়স হয়েছে এমন ছেলে মানুষি তোমার মানায় না।”
ছেলে-মেয়েরা মাঝে মধ্যেই তাকে এই উদ্ভট কাজ ছাড়তে বলে। এসব কথায় বিদ্ধ হয়ে গোলকনাথ বাবু একদিন বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু ছোট ছেলেটা পিছু ছাড়ল না। সেও যেতে চাইল তার সাথে। সাথে নেবার ইচ্ছে ছিল না। কারন কোথায় যাবে এটাই গোলকনাথ বাবু জানতেন না। কিন্তু ছেলেটার রহস্যের প্রতি আগ্রহ আর মানসিকতা দেখে তাকে সাথে নিয়ে কলকাতার এক ভাড়া বাড়িতে থাকতে লাগলেন।
ছেলেটার বয়স মাত্র ১৬। নাম আনন্দ। ওর স্কুল নতুন বাসা থেকে খুব কাছে। এসব কারনেই হয়তো আনন্দ এর চলে যাওয়াতে বড় ছেলে আপত্তি করল না। গোলকনাথ বাবুর স্ত্রী মারা গেছেন ৫ বছর হল।
যাই হোক গোলকনাথ বাবুর ছোট ছেলেকে নিয়ে দিনগুলো বেশ ভালোই কাটছিল। সপ্তাহে একবার রিপোর্ট জমা দেওয়া আর কয়েকবার মিটিং ছাড়া কোন কাজ ছিল না গোলকনাথ বাবুর। অধিকাংশ সময় তিনি বাড়িতেই থাকতেন। এখন ওসব পুরনো পাগলামি কমিয়ে দিয়েছে গোলকনাথ বাবু।
গোলকনাথ বাবুর ছোট ছেলেটার নাম আনন্দ। নামে যেমন আনন্দ তেমনি আচারণেও ছিল হাসি খুশি। তবে বাবা যখন কেস স্ট্যাডি গুলো পড়ে শোনাত তখন ও কেমন জানি গম্ভীর হয়ে পড়ত। মনোযোগ দিয়ে শুনত। স্কুলে তার বন্ধু বান্ধব বলতে তার কেউ নেই। কেউ ভালোও বাসে না আবার কেউ ঘৃণাও করে না। সে যেন উপস্থিত থেকেও ওদের কাছে অনুপস্থিত। তবে এ নিয়ে আনন্দের কোন মাথাব্যাথা নেই।
তিন
গোলকনাথ বাবুর ভাড়া বাড়ি
বৈশাখের আম খাওয়ার ছুটি পড়ে গিয়েছে। কয়েকদিন ধরে অসহ্য গরমের পর বৃষ্টি নেমেছে। তারই লোভে বাপ-ছেলেতে মিলে বৃষ্টিতে ভিজছে। ঠিক সেই সময় আনন্দ টেলিফোনের শব্দ শুনতে পায়। ক্রিং ক্রিং করে বেজেই চলেছে টেলিফোনটি।
আনন্দ ঘরে গিয়ে ফোনটি তুলল।
-হ্যালো, আমি অশোক চক্রবর্তী বলছি। আমি কি গোলকনাথ বাবুর সাথে কথা বলছি?
-না। আমি তার ছেলে বলছি।
-ওনাকে একটু ডেকে দেবে বাবু?
-জ্বি। একটু অপেক্ষা করুন।
গোলকনাথ বাবু ফোনটি ধরেই গম্ভীর হয়ে পড়লেন। কিছুক্ষন চুপ করে থাকার পর বললেন,
“আনন্দ, আমাকে দুই সপ্তাহের জন্য কাশ্মীর যেতে হবে। অনেকদিন পর একটা জটিল কেস পেয়েছি। এইটা মিস করা যাবে না। তুই বরং এই ক’টা দিন বোনের বাসায় থাক। আমি ফিরে এলেই তোকে নিয়ে আসব।”
বোনের বাসায় সে দিব্যি থাকতে পারত। কিন্তু এমন একটা রোমাঞ্চকর কেস তাও আবার কাশ্মীরে! বাবার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। এমন সুযোগ সে হাতছাড়া করবে কেন?
তাই অনেক জোরাজুরির বাবাকে রাজি করাল তাকেও কাশ্মীর নিয়ে যেতে। ছেলের অসীম আগ্রহ দেখে গোলকনাথ বাবু আর না করলেন না।
পরদিনই তারা ট্রেনে উঠে পড়লেন।
ট্রেনে উঠেই আনন্দ জিজ্ঞাসা করল, “বাবা, কেসটা আসলে কি?”
গোলকনাথ বাবু তার জটিল কেসটাকে যতটা পারলেন সহজ ভাষায় রূপান্তর করে বললেন,
“প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় আমার এক বন্ধু ছিল। অশোক চক্রবর্তী। বেশ ভালো ছাত্র। শুনেছিলাম পরে সে নাকি বিলেতে পড়াশোনা করে অনেক বড় মহাকাশ বিজ্ঞানী হয়েছে। এখন সে কাশ্মীরের international space analysis center এর প্রধান। সেই আমাকে ফোন করেছিল কালকে। এই মহাবিশ্বে আমরা একা না আমাদের আরো বুদ্ধিমান বন্ধু আছে সেটা খোঁজা তার কাজ। কাল কি পরশু তার এক দল বিজ্ঞানী ভিন গ্রহে জীব খুজতে ultra radio wave এক গ্রহের দিকে পাঠিয়েছিল। তারা নাকি সেটার প্রতিউত্তর পেয়েছে। ভিন গ্রহের প্রাণিরা নাকি তাদের ফিরতি বার্তা পাঠিয়েছে। যা কিনা আমাদের ultra radio wave এর থেকে তিনগুণ শক্তিশালী। ওদের ধারনা ওই গ্রহের প্রাণিরা প্রযুক্তির দিক থেকে আমাদের থেকে অনেক এগিয়ে। এই ব্যাপারেই ঘাটাঘাটি করতে কাশ্মীর যাচ্ছি।”
গোলকনাথ বাবু যেন এক নিশ্বাসে কথা গুলো বলে ফেলল, আনন্দের মুখের দিকে তাকানই নি। মুখ ফিরে তাকাতেই দেখে আনন্দ গভীর ঘুমে। হয়ত স্বপ্নও দেখা শুরু করে দিয়েছে। স্বপ্ন দেখা ভাল। তাই তিনি আনন্দ কে আর ডাকলেন না।
কিন্তু পাশের একটা লোক হা করে শুনছিল তার গল্প। গোলকনাথ বাবু তার দিকে তাকাতেই সে বলল
-বাহ ! আপনার কাহিনি তো বহুত ইন্টারেস্টিং আছে। তা আমার বাসা তো ওই এর পাশেই। ব্যবসার কাজে কলকাতা এসেছিলাম। তাই বুঝি ব্যাপারটা জানি না। কোথায় থাকবেন তার ব্যাবস্থা হয়েছে? দেশের যা অবস্থা...রাতে বেরুলেই হয় হিন্দুস্থানি নয় পাকিস্তানি মিলিটারী গুলি করবে।
গোলকনাথ বাবু বললেন
- না। তবে একটা বাসা হয়ত ভাড়া নেব কিংবা হোটেলে উঠব। -পাবেন না মশাই। ওখানে আশেপাশের সব হোটেল বন্ধ। তার চেয়ে বরং আপনারা আমার বাসা তেই থাকবেন।
- আচ্ছা, আচ্ছা তাই হবে কিন্তু ভাড়াটা?
- ওর প্রয়োজন নেই। মাত্র ক’টা দিন থাকবেন তাতেই টাকা নেব এমন ছোট কাশ্মীরের মানুষ নয়।
পরে কথায় কথায় গোলকনাথ বাবু জানতে পারল লোকটা নাম আমজাল কাদেরি। ধনী মুসলিম ব্যবসায়ী। পাকিস্তানেও তার কয়েকটা বাড়ী আছে। যেমন ধনের ভান্ডার বড় তেমন মন টাও বড়।
চার
২৯ এপ্রিল ১৯৯৯
কাশ্মীর
সন্ধ্যা বেলা। চারি দিকে ঝি ঝি পোকার শব্দ শোনা যাচ্ছে।
সন্ধ্যার অল্প আলোতেই আমজাদ কাদেরির বাড়ির সুবিশালতা আন্দাজ করতে পারল গোলকনাথ বাবু।
তাদের থাকার জন্য এক বিশাল ঘর বরাদ্দ করা হল। ঘরে সবকিছুই সাজানো গোছানো, কিছুটা প্রাসাদের অনন্দরমহলের মতো। আতিথেয়তার মুগ্ধ হয়ে রাতে ঘুমোতে গেলেন গোলকনাথ বাবু।
সকালে পাখির কিচির মিচির শব্দ আর সূর্যের মিষ্টি রোদের ছোয়া। কুয়াশার ধুসর চাদর আর শিশির ফোটা, মাঝে মাঝে সবুজ ঘাসের সাথে মিলে সবুজ মুক্তোর আভাস দেয়। জানালার পাশেই একটা আপেল গাছ। বাহারি ফলের একটি সবুজ বাগান। এসবের মাঝেই খুঁজে পাওয়া গেল মুগ্ধ মুক্ত বালক আনন্দকে। সে তার ক্যামেরা বের করে কিছু ছবি তুলছে।
খানিক পর গোলকনাথ বাবু সকালের নাস্তা খেতে খেতে আমজাদ কাদেরিকে বললেন, “কলকাতার সরু গলির বাতাস আমার ফুসফুসটাকে বিকল করে দিয়েছিল। কাশ্মীরের শিটল বাতাস যেন তাকে আবার সতেজ করে দিল। এজন্যেই বুঝি কাশ্মীর কে পৃথিবীর স্বর্গ বলা হয়।”
আমজাদ সাহেবের দৃষ্টি ঝাপসা হয়ে গেল। আবেশ কাটিয়ে বলল, “ কাশ্মীর কে পৃথিবীর স্বর্গ বলা হয়!? বলুন বলা হত। এখন যে অবস্থা চলছে। স্বর্গে যেমন দেবতাদের মধ্যে দ্বন্দ্ব চলে আর সেই ক্রোধে ধ্বংস হয় সভ্যতার পর সভ্যতা তেমনি ১৯৬৫ সাল থেকে আমাদের পরিচিত মুখ গুলো ধীরে ধীরে বুলেটের অভিশাপে হারিয়ে যাচ্ছে। এমন কি আমার একমাত্র ছেলে শাহাদতকেও ওরা ছাড় দেয় নি। শাদতের বয়স ছিল মাত্র ১৭। আনন্দের মতোই। কলেজ থেকে বাসায় ফেরার পথে মিছিলের ভিড়ে পরে যায়। আর তারপর পুলিশের গুলিতে মারা পড়ল। সন্তানের শোকের ধাক্কা না সামলাতে পেরে আমার বিবিও কিছুদিন পর আমাকে একা করে চলে গেলেন। কি আর করা! সবই কপাল। আল্লাহের গজব।”
এসব কথা বলতে বলতে আমজাদ সাহেবের মোটা ফ্রেমের চশমা ঝাপসা হয়ে এল চোখের লোনা পানিতে।
গোলকনাথ বাবু কলকাতার মানুষ। এসব ব্যাপারে কিছু কিছু জানেন, কিন্তু এখানে এসে দেখেলেন তাদের যতটুকু জানানো হয় তার থেকেও বেশি জানানো হয় না। তাই কিছু না বলে উঠে এলেন। আর যাবার সময় বললেন
- আপনাকে সান্ত্বনা দেবার ভাষা আমার নেই, আমজাদ সাহেব। কাল আমাদের একটু অশোকের সাথে দেখা করানোর ব্যাবস্থা করে দিলে কৃতার্থ হতাম।
-আলবাত করাবো। আপনারা দুপুরের খাবার খেয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন। আর হ্যাঁ! সন্ধ্যার মধ্যে বাড়ি ফিয়ে আসবেন।”
গোলকনাথ বাবু ও আনন্দ; অশোকের সাথে দেখা করল। অশোক বুঝিয়ে বলল যে, “ দু’দিন আগে রেডিও সিগন্যাল রাডারে অতিমাত্রার কম্পন পাওয়া গেছে। আর তার ধারনা যে এই ভিন গ্রহবাসী দিন কতকের মধ্যে পৃথিবী সাথে যোগাযোগ করবে। এরা এতটাই উন্নত যে আমাদের তৈরি রকেট তাদের কাছে খেলনার মতো।”
অশোকের কথায় আনন্দ কিছুটা অবাক হয়ে বলল –
“আচ্ছা কাকু! সত্যিই কি এমন কোন গ্রহ আছে যেখানে প্রাণী আছে?”
অশোক বলল, “শুধু একটাতে নয় এমন লক্ষ লক্ষ গ্রহে এমন প্রাণি পাওয়া সম্ভব। আমরা যে গ্রহটিকে নিয়ে কাজ করছি সেই গ্রহটির নাম হল “নামার” এটি আমাদের পাশের গ্যালাক্সি স্পাইরাল ডি গ্যালাক্সিতে অবস্থিত। সেটা পৃথিবী থেকে ৫০ হাজার আলোক বর্ষ দূরে।”
এরপর গোলকনাথ বাবু ছেলেকে নিয়ে আমজাদ কাদেরির বাসায় ফিরে এল। কিছুক্ষণ একমনে চিন্তা করে ব্যাপারটাকে সহজ করার চেষ্টা করল। কিন্তু কোন ব্যাখ্যাই যুক্তিযুক্ত হয় না। কয়েকদিন এভাবেই কেটে গেল।
এক রাতে আমজাদ সাহেব ও গোলকনাথ বাবু ছাদে বসে চা খাচ্ছেন আর এসব বিষয়েই আলোচনা করছিলেন। আন্য দিকে আনন্দ আপন মনে ছবি তোলায় ব্যস্ত। রাতের আকাশের ছবি। ছবি তুলতে তুলতে দূর আকাশে ফোকাস নিল সে। জুম ইন করতেই তার ক্যামেরায় ধরা পড়ল অস্বাভাবিক নীল আভা যা আকাশের এক কোনায় জমাট বেধেছে। আনন্দ গোলকনাথ বাবুকে ব্যাপারটি জানাতে দেরি করল না।
বিষয়টা গোলকনাথ বাবুর কর্ণগোচর গোলকনাথ বাবু চাদরটা গায়ে জড়িয়ে দৌড়ে বেরিয়ে পড়ল। আমজাদ সাহেবের বাধা আর মিলিটারিদের ভয় কোন কিছুই তাকে আটকাতে পারল না।
কিছুদূর যাওয়ার পর তিনি দেখলেন একটি U.F.O; space sub-center এর কাছে ল্যান্ড করেছে। আর সেখান থেকেই বেরিয়ে আসছে মহাজাগতিক নীল রশ্মি।
কাছে যেতেই প্রচন্ড আলো প্রচন্ডতর হতে লাগল। সেই নীল আভা তার মস্তিষ্ককে অচেতন করে ফেলল।
পাঁচ
নামার গ্রহ
গোলকনাথ বাবু যখন তার চোখ মিটি মিটি করে খুলল তখন তিনি দেখলেন উপরের আকাশটা আর পৃথিবীর মতো নীল নেই; হালকা লালাভাব। আর তার ডান ও বাম পাশে দুটি নক্ষত্র। দুটোর একটির আলো বেশি আর আরেকটি ক্ষীণ। তিনি একটা চকচকে ধাতুর উপরে ভেসে আছেন। তার চারিদিকে কিছু আজব যন্ত্রপাতি। সে সব যন্ত্রপাতি চালাচ্ছেন কিছু আজব পোশাক পরা জীব। তাদের পোশাক থেকে নীল আভা বের হচ্ছে। গোলকনাথ বাবু কিছু ক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকার পর বলে উঠলেন, “আমি কোথায়? আর তোমরাই বা কারা?” বলতে না বলতেই একটা ছোট যন্ত্র একটা শব্দ করে উঠল –
Language Detected!
Bengali
Nineteen Ninety version
Dialect: Kolkata
এবার গোলকনাথ বাবু খেয়াল করল তার আশে পাশে কিছু লম্বা দেহের প্রাণীও আছে। তাদের সকলের হাতে ও পায়ে চারটি করে আঙ্গুল আছে! দেখতে প্রায় মানুষের মতো। আর প্রাণী গুলোও বন্ধুসুলভ। তার কোন ক্ষতি করছে না। বরং তারা তাকে নিয়ে বেশ উৎসাহী। তারা যন্ত্রটিকে কি যেন ভাষায় আদেশ দিল আর তার পর থেকেই বাংলা ভাষায় কথা বলতে শুরু করল।
একজন বলল- ‘ ভয় পাবেন না। আমরা আপনার কোন ক্ষতি করব না। আর আমরা আপনার ভাষা ডিটেক্ট করে ফেলেছি। আপনার গ্রহের সাথে যোগাযোগ করতেই আপনাকে আমরা এখানে তুলে এনেছি। আপনার চারপাশে প্রচন্ড শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের কারনেই আপনি এখানে আসতে পেরেছেন। প্রাকৃতিকভাবেই এই চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হয়েছে। যদিও এটা অস্বাভাবিক আর কারনটাও আমাদের অজানা। তবে আশা করছি আপনাকে আবার চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের মাধ্যমে আমরা পৃথিবীতে পাঠাতে পারব। আমাদের বিজ্ঞানীগণ এ নিয়ে ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছে।’
গোলকনাথ বাবু বুঝতে পারলেন তিনি সত্যিই দূর এক গ্যালাক্সিতে এসে পড়েছেন। পৃথিবী থেকে যে সিগন্যাল এসেছিল আর তারাও যে ফিরতি সিগন্যাল পাঠিয়েছিল সে সমন্ধেও তাকে বিস্তারিত জানানো হল। তারা বলল যে একটা ছোট চিপের মধ্যমেই ফিরতি সিগন্যালটি দিয়েছিল।
এসব কথা বলতে বলতেই দুটি নক্ষত্রের একটি ডুবে গেল আর আরেকটি তখন মধ্য গগণে। তারা বলল,
-এই সময়টাকে বলে সেম্রোটিক ফেজ। আপনাদের ভাষায় রাত। আপনাদের নাকি একটি নক্ষত্র। তা আপনাদের আলো-টালোর সমস্যা হয় না?
গোলকনাথ বাবু ওতে হেসে ঊঠে বলল- “বলেন কি মশাই ! সূর্যের তেজে মানুষেরা ছাতা মাথায় ঘোরে।”
ভিনগ্রহের প্রাণিদের মধ্যে একজন বৃদ্ধ বলে উঠল, “আমরা নোমিরা জাতি। আপনাদের মতো অনেক কিছুই আবিষ্কার করেছি। কিন্তু ছাতাটা কী বিষয়?”
নোমিরা জাতির প্রযুক্তিগত উন্নতি ঈর্ষণীয়। ওরা একটি মাত্র কলমের মতো যন্ত্র দিয়ে এত শক্তিশালী ফিড ব্যাক সিগন্যাল দিয়েছে সেখানে মানুষের তা বিশাল দালান ভর্তি যন্ত্র দিয়েও দিতে পারে না। আর তার কিনা ছাতার মতো ছেলের হাতের মোয়া প্রযুক্তি শিখতে চাইছে। শুনে অবাক হয়ে গেলেন গোলকনাথ বাবু। জানে না তো জানেনা। অনেকেই তো অনেক কিছু জানে না।
গোলকনাথ বাবু তাদের একটা ছাতা বানিয়ে দিলেন। ফিরতি পাওনা হিসাবে নোমিরা বিজ্ঞানীরা তাকে আর্কার যন্ত্র বানানোর ফর্মুলা বলে দিলেন। যার মাধ্যমে সহজেই অতীতে যাওয়া যাবে। তবে ভবিষ্যতে যেতে হলে অন্য ফর্মুলা প্রয়োগ করতে হবে। তাও বলে দিতে চাইলো তারা। কিন্তু গোলকনাথ বাবু বললেন
-কিছু রহস্যকে রহস্য থাকতে দিন যা মানুষেরা নিজে কষ্ট করে আবিষ্কার করবে। না হলে আমাদের মস্তিষ্কের দামই থাকবে না।
এ শুনে নোমিরা জাতি বলে উঠল
-এই মানসিকতার কারণেই হয়ত আপনারারই সেরা আর আমরা অনেক উন্নত হয়েও তা থেকে অনেক দূরে।
তখুনি এক বিজ্ঞানী বলে উঠল
-গোলকনাথ বাবুর চারপাশে আবার চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হচ্ছে। মনে হয় তিনি আর কিছুক্ষণ পরেই আবার পৃথিবীতে ফিরে যাবেন।
এ শুনেই সবাই ব্যস্ত হয়ে পড়ল। তার গোটা দেহকে স্ক্যান করে নেওয়া হল একটি ফোরডি স্টাচু বানানোর জন্য। তাকে শোনানো হল নামার গ্রহের শ্রেষ্ঠ গান, গল্প, আর দেখানো হল আদের গ্রহের ছবি। সবই পৃথিবী থেকে আলাদা। একটু পরেই তিনি আবার অচেতন হয়ে পড়লেন; ফিরে আসলেন চিরচেনা পৃথিবীতে।
কিন্তু একটা সমস্যা বিরাট হয়ে দাড়াল। তিনি নামার গ্রহে ২ ঘন্টার কম সময় থাকলেও পৃথিবীতে ততক্ষণে ৮৪ বছর কেটে গিয়েছে। তার পরের কাহিনীটা আমাদের সকলের জানা।